Wednesday, April 24, 2024
দেশ

মিজোরামে ২ হাজার ৪১৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। শনিবার দুপুরে মিজোরামের রাজধানী আইজলে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

জানা গেছে, মিজোরামে মোট ২ হাজার ৪১৫ কোটি টাকার ৬টি বড় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। এগুলোর মধ্যে রয়েছে জোখাওসাঙ্গে অসম রাইফেলস ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার কমপ্লেক্স (Assam Rifles Battallion Headquarters Complex), স্মার্ট সিটি লিমিটেডের ১১৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলা ইন্টেগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের (Integrated Command and Control Centre) উদ্বোধন।

এছাড়া ৭৮১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে জোরিনপুই-লঙ্গমাসু ৫০২এ নম্বর জাতীয় সড়ক, ৩২৯ কোটি ৭০ লক্ষ টাকার ৬ নম্বর জাতীয় সড়কের আইজল বাইপাস (প্যাকেজ-১), ৭২০ কোটি ৭২ লক্ষ টাকার আইজল বাইপাস (প্যাকেজ-৩) ও ১৯৩ কোটি টাকার লালডেঙ্গা সেন্টারের উদ্বোধন করবেন অমিত শাহ।