Monday, November 17, 2025
Latestআন্তর্জাতিক

জাপানে চালু হতে চলেছে ভারতের UPI পেমেন্ট সিস্টেম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবার চালু হতে চলেছে জাপানে। এ নিয়ে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) ও এনটিটি ডেটা জাপান (NTT Data Japan)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের ফলে জাপান সফরকারী ভারতীয় পর্যটকেরা সহজেই ইউপিআই অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন।

এনপিসিআই-এর তরফে মঙ্গলবার জানানো হয়েছে, জাপানের বাজারে ইউপিআই চালু হলে ভারতীয় পর্যটকেরা NTT Data-এর অধীনে থাকা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিউআর কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট করতে পারবেন।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “এই সমঝোতা চুক্তি জাপানে ইউপিআই পরিষেবা চালুর পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আর্থিক সংযোগ আরও জোরদার হবে এবং ভারতীয় পর্যটকদের জন্য পেমেন্ট অভিজ্ঞতা হবে আরও সহজ ও নিরাপদ।”

উল্লেখযোগ্যভাবে, NTT Data Japan দেশটির অন্যতম শীর্ষস্থানীয় পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা, যারা পরিচালনা করে CAFIS, জাপানের বৃহত্তম কার্ড পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ক।

চুক্তি অনুযায়ী, NIPL ও NTT Data Japan যৌথভাবে কাজ করবে যাতে জাপানের বিভিন্ন ব্যবসায়িক স্থানে ইউপিআই গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যায়।

এনপিসিআই ইন্টারন্যাশনালের সিইও ঋতেশ শুক্লা জানান, “এই চুক্তি জাপানে ইউপিআই গ্রহণযোগ্যতার ভিত্তি স্থাপন করেছে। এটি ভারতীয় ভ্রমণকারীদের জন্য ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতাকে উন্নত করবে এবং সীমান্তপারের পেমেন্ট ব্যবস্থাকে সহজতর করবে।”

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২.০৮ লক্ষ ভারতীয় পর্যটক জাপান সফর করেছেন, যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারত ও জাপানের মধ্যে ডিজিটাল আর্থিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্রকে আরও ঘনিষ্ঠ করে তুলবে।