Monday, November 17, 2025
Latestরাজ্য​

‘বহিরাগত ঢুকিয়ে ভবানিপুরের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে’, অভিযোগ মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার ভবানীপুর নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং থেকে ভার্চুয়ালি ভবানীপুরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে।”

দলীয় কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে। আমি এটা সাপোর্ট করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে। আমি বাংলার গরিব মানুষদের বাড়ি করে দিতে পারি, কিন্তু তাঁদের সরিয়ে দেওয়া ঠিক নয়।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “ভবানীপুরে অনেক হিন্দি ও বাংলাভাষী মানুষ আছেন, তাঁদের আমি বহিরাগত বলছি না। কিন্তু পরিকল্পনা করে কিছু বহিরাগতকে এনে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে — এটা ঠিক নয়।”

রাজনৈতিক মহলে এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ভবানীপুর শুধু মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রই নয়, রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার এই কেন্দ্র নিয়ে মন্তব্য করেছেন— “নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাব।” সেই প্রেক্ষিতে মমতার বক্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।