Saturday, April 20, 2024
দেশ

নিহত গ্যাংস্টার আতিক আহমেদের আইনজীবী খান সউলত হানিফের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ। এই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে যায়। এবার নিহত আতিক আহমেদের আইনজীবী খান সউলত হানিফের বাড়ি থেকে উদ্ধার করা হলো পিস্তল এবং বেশ কিছু গুলি। এরপরই অস্ত্র আইনে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, আতিক আহমেদ মাত্র ১৭ বছর বয়সে খুনের অভিযোগে অভিযুক্ত হন। অপরাধের তালিকায় উঠে আসার পর, তিনি ৫ বারের বিধায়ক হন। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ। যিনি কয়েক দশক ধরে উত্তরপ্রদেশে সন্ত্রাস চালিয়েছিলেন।

আতিক আহমেদের বিরুদ্ধে চার দশক ধরে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ শতাধিক মামলা রয়েছে। আতিক আহমেদ বিএসপি বিধায়ক রাজু পালের হত্যার সাক্ষী উমেশ পালকে খুনের পরে লাইমলাইটে চলে আসেন।

প্রসঙ্গত, গ্যাংস্টার আতিকের মৃত্যুর আগে পুলিশের (UP police) সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় তার ছেলে আসাদ আহমেদের।