Monday, November 17, 2025
Latestরাজ্য​

উলুবেড়িয়ায় কর্তব্যরত মহিলা চিকিৎসককে হেনস্তার অভিযোগ, গ্রেফতার ট্রাফিক পুলিশের হোমগার্ড-সহ ২

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে হেনস্তার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রোগীর আত্মীয় ও এক ট্রাফিক পুলিশের হোমগার্ড-সহ দু’জনকে।

জানা গিয়েছে, গতকাল ময়নাপুর এলাকার এক প্রসূতিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে প্রসূতির পরিবারের সদস্যরা তাঁকে দেখতে আসেন। সেই সময় কর্তব্যরত ছিলেন অভিযোগকারী এক জুনিয়র মহিলা চিকিৎসক। তিনি প্রসূতিকে পরীক্ষা করে পরিবারের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন। পরে জানান, সন্ধ্যা ছ’টার পর ভিজিটিং আওয়ার্স শেষ হলে একজন সিনিয়র চিকিৎসক রোগীকে আবার পরীক্ষা করবেন।

অভিযোগ, এই কথাতেই আপত্তি তুলে বচসা শুরু করেন প্রসূতির পরিবারের সদস্যরা। তাঁরা জোর করে ওই সময়ই পুনরায় পরীক্ষা করার দাবি জানাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং অভিযোগ, এক ট্রাফিক হোমগার্ডসহ ৩ জন মহিলা চিকিৎসককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। শুধু তাই নয়, তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর আতঙ্কিত চিকিৎসক কোনওরকমে ওয়ার্ড থেকে বেরিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ। নিগৃহীত চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত ট্রাফিক হোমগার্ড ও আরও একজনকে গ্রেপ্তার করে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে। চিকিৎসক মহলে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।