কাশ্মীরে লস্কর-ই তৈয়বার অন্যতম শীর্ষ কমান্ডারসহ ২ জঙ্গি নিহত
শ্রীনগর: জঙ্গি মোকাবিলায় বড়সড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের অন্যতম শীর্ষ কমান্ডার খালিদের পর এবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন লস্কর-ই তৈয়বার অন্যতম শীর্ষ কমান্ডার ওয়াসিম শাহ।গতকাল শনিবার ভোরে পুলওয়ামার একটি গ্রামে পুলিশ, সেনা ও আধা সেনা যৌথভাবে অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ওয়াসিমের দেহরক্ষী হাফিজ নিসার নামে আরো এক লস্কর জঙ্গি। ২৩ বছর বয়সী ওয়াসিম ‘আবু ওসামা ভাই’ নামে অধিক পরিচিত। তাকে ‘ডন অব হেফ’ বলা হতো। গুলির লড়াইয়ে নিহত এক নাগরিক। জখম আরও এক।
Both identified. Waseem Shah@Osama Bhai Lashker commander and associate Naseer Mir. Waseem was active since 2014. https://t.co/DQlnn3zyuK
— J&K Police (@JmuKmrPolice) 14 October 2017
প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন জঙ্গি কাজকর্মে যুক্ত ওয়াসিম শাহ বহুদিন ধরেই পুলিশের নজরে ছিল। তার খোঁজ দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। খালিদ ও শাহ ছাড়াও পুলিশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় এখনো অনেকেই রয়েছেন। তারা হলেন আল-কায়েদার জাকির মুসা, হিজবুল মুজাহিদিন চিফ রিয়াজ নায়কো, হিজবুল মুজাহিদিনের সাদ্দাম পাদের এবং লস্কর-ই তৈয়বার জিনাত-উল ইসলাম। তাদেরও খোঁজ চলছে।

অন্যদিকে, নিহত জঙ্গিদের কাছে থেকে একটি একে-৪৭, একটি একে-৫৬, ছটি একে ম্যাগাজিন উদ্ধার হয়েছে।