Thursday, June 13, 2024
দেশ

পুলওয়ামায় বাড়িতে ঢুকে গুলি চালাল জঙ্গিরা, শহিদ জওয়ান

পুলওয়ামা: ফের জঙ্গিদের হাতে প্রাণ হারালেন এক জওয়ান। এবার ছুটিতে থাকা এক সিআরপিএফ জওয়ানকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। মৃত সিআরপিএফ জওয়ানের নাম নাসির আহমেদ। কাশ্মীরে পুলাওয়ামায় নিজের বাড়িতেই তাঁকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

পুলিশের তরফে জানানো হয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলাওয়ামার নায়রা এলাকায় নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন সিআরপিএফ ১৮২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান নাসির আহমেদ। তাঁর বাড়িতে ঢুকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আততায়ীদের এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, কাশ্মীরে জওয়ান হত্যার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। এর আগে গত ২১ জুলাই ছুটিতে থাকাকালীনই দক্ষিণ কাশ্মীরের কুলগামে মহম্মদ সালিম শাহ নামের এক কনস্টেবলকে দুষ্কৃতীরা অপহরণ করে খুন করে।