জেহাদিদের হাতে নিহত ইসলামিক স্টেটের প্রধান, নতুন প্রধানের নাম ঘোষণা করা হলো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জিহাদিদের সঙ্গে সংঘর্ষে খতম ইসলামিক স্টেটের প্রধান আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি। ৩ আগস্ট উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। ইসলামিক স্টেট সংগঠনের তরফে এই খবর জানানো হয়েছে।
পাশাপাশি, নতুন প্রধানের নামও ঘোষণা করেছে আইএস। ইসলামিক স্টেটের নতুন প্রধান আবু হাফস আল-হাশিমি আল-কুরেশি। আইএস প্রতিষ্ঠা হওয়ার আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি পঞ্চম শীর্ষনেতা ছিলেন।