Saturday, September 23, 2023
দেশ

হান্দওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১ জঙ্গি

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ জঙ্গি নিহত হয়েছে। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও পাকিস্তানি নোট।

আজ ভোরে  জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার হাঙ্গিকুট এলাকার জঙ্গলে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনা জওয়ানদের। শুরু হয় তল্লাশি অভিযান। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণ করলে নিহত হয় ১ জঙ্গি।

মৃত জঙ্গির কাছ থেকে একটি গ্রেনেড, একটি রাইফেল এবং পাকিস্তানি নোট উদ্ধার করা হয়েছে।