Friday, April 19, 2024
দেশ

ভারতীয় শ্রমিকদের রক্তে ও ঘামে গড়া তাজমহল: যোগী

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাজমহলকে ভারতীয় শ্রমিকদের পরিশ্রমের ফসল বলে মন্তব্য করলেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, কেন এবং কি কারণে তাজমহল গড়া হয়েছে সে বিষয়ে গভীরে তিনি যেতে চান না। ভারতীয় শ্রমিকদের রক্তে ও ঘামে গড়া তাজমহল। কে এটি তৈরি করেছে কি কারণে তৈরি করেছে সেটা খুঁজতে তিনি ওখানে যাবেন না।

তিনি আরো জানান, এই সৌধ তার সরকারের জন্যে গুরুত্বপূর্ণ। এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে পর্যটকদের জন্যে ভালো হবে তা দেখতেই তাজমহল পরিদর্শনে যাবেন তিনি।

উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর তাজমহল দেখতে আগ্রায় যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া তাজমহল ছাড়া আগরা ফোর্টেও যাবেন মুখ্যমন্ত্রী।

এর আগে গত রবিবার উত্তরপ্রদেশের সরাধনায় একটি জনসভায় বক্তব্য রাখার সময় তাজমহলকে “ভারতের কলঙ্ক” বলে আখ্যা দেন বিজেপি বিধায়ক সংগীত সোম। তাজমহল বিশ্বাসঘাতকরা বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চলতি মাসের গোড়াতেই উত্তরপ্রদেশের পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেওয়ায় বিরোধী দল থেকে শুরু করে বিদেশি সংবাদমাধ্যমের তোপের মুখে পড়ে যোগী আদিত্যনাথ। তারপর দলীয় বিধায়ক সংগীত সোমর এই মন্তব্যে ফের অস্বস্তিতে পড়ে বিজেপি।