‘বিজেপি ক্ষমতায় এলেই মহিলারা মাসে পাবেন ২৫০০ টাকা, ৫০০ টাকায় রান্নার গ্যাস, ফ্রি বাস, ১০ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান বিমা’, প্রতিশ্রুতি শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বিরাট প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক সভায় শুভেন্দু ঘোষণা করেন— রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে মহিলাদের জন্য চালু হবে মাসিক ২৫০০ টাকার ভাতা, ৫০০ টাকায় রান্নার গ্যাস, এবং সরকারি বাসে ফ্রিতে যাতায়াতের সুবিধা।
শুভেন্দু অধিকারীর কথায়, “ছত্তিশগড়ে মহিলারা মাহাতারি যোজনায় বছরে ১২ হাজার টাকা পাচ্ছেন। ওড়িশায় সুভদ্রা যোজনায় বছরে ৫০ হাজার টাকা দিচ্ছে সরকার। মধ্যপ্রদেশে লাডলি বহেন প্রকল্পে শুরুতে দেড় হাজার টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার। তাহলে বাংলার মহিলারা পিছিয়ে থাকবেন কেন?”
এখানেই শেষ নয়। বিরোধী দলনেতা আরও প্রতিশ্রুতি দেন— “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি, মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য মাসে ৪ হাজার টাকার বেকার ভাতা দেওয়া হবে।”
তিনি বলেন, “দেবেন্দ্র ফডণবীশের নেতৃত্বে মহারাষ্ট্রে এনডিএ সরকার বেকার যুবকদের ৪ হাজার টাকা ভাতা দিচ্ছে। সেই মডেল আমরা বাংলাতেও চালু করব।”
রাজনৈতিক মহলে শুভেন্দুর এই ঘোষণাকে বিজেপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটারদের লক্ষ্য করে যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা তিনি করেছেন, তা তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা হিসেবে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


