Tuesday, November 18, 2025
Latestআন্তর্জাতিক

ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ করছে তালিবান, বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জঙ্গিবাদকে মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিকভাবে চিহ্নিত পাকিস্তান। এখন ঘনঘন জঙ্গি হামলায় নিজেরাই দিশেহারা। এই পরিস্থিতিতে এবার ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললো পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানের তালিবান সরকার ভারতের পক্ষে ‘প্রক্সি যুদ্ধ’ চালাচ্ছে। বুধবার জিও নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমি নিশ্চিত নই এই যুদ্ধবিরতি টিকবে কি না, কারণ তালিবানদের সিদ্ধান্ত দিল্লি থেকে ‘স্পনসর’ করা হচ্ছে।”

তালিবানকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে ভারত 

খাজা আসিফ দাবি করেন, তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি সম্প্রতি দিল্লি সফরে কিছু ‘গোপন পরিকল্পনা’ করেছেন। যদিও সেই সফরটি সরকারি ভাবে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে ছিল। উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও মানবিক সহযোগিতার ক্ষেত্রেই তার কূটনীতি সীমাবদ্ধ রেখেছে।

পাক-আফগান যুদ্ধবিরতি: টানটান পরিস্থিতি

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে দুই দেশের সীমান্তে গোলাগুলিতে বহু সৈন্য ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইসলামাবাদ ও কাবুল— দুই দেশই দাবি করেছে, যুদ্ধবিরতির প্রস্তাব অপর পক্ষ থেকেই এসেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই সময়ের মধ্যে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালাবে।”

অন্যদিকে, কাবুলে তালিবান সরকার বিবৃতিতে জানায়, আফগান সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধবিরতি বজায় রাখতে— “যতক্ষণ না অপর পক্ষ তা লঙ্ঘন করে।”

দুই প্রতিবেশীর মধ্যে সহিংসতার ছায়া

গত এক সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে সংঘর্ষে উত্তেজনা তীব্র হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তার মাটিতে পাকিস্তানি তালিবান (TTP)-কে আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। তবে কাবুল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।