Thursday, December 12, 2024
আন্তর্জাতিক

খালিস্তানি জঙ্গি খুনে ভারত যোগের প্রমাণ দিতে ব্যর্থ কানাডা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। কানাডার দাবি এই খুনে ভারত যোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্জ্জর খুনে ভারত যোগের দাবি করলেও, তারা এখনও এ বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। 

নির্জ্জর থুনে ভারত যোগের প্রমাণ দিতে না পারলেও, কানাডার সংবাদ সংস্থা কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের দাবি, কানাডার গোয়েন্দারা এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, কানাডিয়ান গোয়েন্দারা নির্জ্জর খুনে যে তথ্য সংগ্রহ করেছেন, সেখানে ভারতীয় এজেন্টদের কথোপকথন রয়েছে। 

তবে কানাডার গোয়েন্দাদের এই দাবি নস্যাৎ করে দিয়েছে দিল্লি। নির্জ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হয় ভারতীয় আধিকারিকদের তরফে।

উল্লেখ্য, গত ১৯ জুন কানাডার সুরেতে গোষ্ঠীদ্বন্দে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর। ঘটনার কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নির্জ্জরের খুনে ভারত যোগ রয়েছে। এরপরেই তোলপাড় পড়ে গেছে।