Tuesday, November 18, 2025
রাজ্য​

ঘরের লক্ষ্মীকে চুরি করল তৃণমূল, ভালো থেকো সুজাতা, তোমাকে ভালোবাসি: সৌমিত্র খাঁ

কলকাতা: সোমবার তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা রাজ্যে দলের যুবা মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। বিজেপিতে সম্মান-মর্যাদা না পেয়েই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সুজাতা। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন এবার প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি।

গত লোকসভা নির্বাচনে স্বামীর হয়ে অফলাইন কি অনলাইন, সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছিলেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচারের অন্যতম হয়ে উঠেছিলেন সুজাতা। সেই সুজাতাই এদিন তৃণমূল ভবনে গিয়ে ঘাস ফুল শিবিরে নাম লেখালেন।

এই ঘটনায় তাঁর স্বামী সৌমিত্র খাঁ বলেন, সম্প্রতি জ্যোতিষীর সঙ্গে আলাপ হয় সুজাতার। ড্রাইভারের থেকে জানতে পারি, ওই জ্যোতিষী সুজাতাকে বলেছে, তৃণমূলে যোগ দিলে বড় পদ পাবে। বাচ্চা মেয়ে, উচ্চাকাঙ্খী মেয়ে, ভুল করল। কাঁদতে কাঁদতে বলেন, ভেবেছিলাম জানুয়ারিতে বিয়ের অ্যালবাম বানাবো, তা আর হল না, উল্টে ওকে ডিভোর্সের নোটিশ পাঠাতে হচ্ছে।

কাঁদতে কাঁদতে সৌমিত্র খাঁ বলেন, মানুষের কথা ভাবতে গিয়ে, মানুষের জন্য কাজ করতে গিয়ে বুঝতে পারেনি, কখন ঘরের লক্ষ্মীকেই চুরি করে নিয়ে গেল তৃণমূল। ভালো থেক সুজাতা, তোমাকে ভালোবাসি।

তবে ঠিক কি কারণে তৃণমূলে যোগ দিলেন সুজাতা ? নিশ্চয়ই বড় পদের লোভে। সুজাতা বলতো, বিজেপিতে তাঁর স্বামী বড় পদ পেয়েছে, সে কেন পেল না। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা এবং সাংসদ অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সুজাতা বলেন, পশ্চিমবঙ্গ এবং বিষ্ণুপুরের মানুষ আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেজন্যই আমি সুজাতা হয়ে উঠতে পেরেছি। আমার দৃঢ় বিশ্বাস আগামীদিনে প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা দিদি আমায় একেবারে নেত্রী করে তুলবেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।