একুশের ভোটে বিশেষ রণনীতি তৈরি করতে মোদীর সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু
কলকাতা: তৃণমূলের সঙ্গে ২০ বছরের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করেই একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী। হুঙ্কার দেন তৃণমূলকে হটানোর। যোগদানের দিনই তিনি জানিয়েছিলেন, আগামীকার থেকে ময়দানে নেমে পড়ছি। কথা মতো দল ভাঙানোর কাজও শুরু করে দিয়েছেন তিনি। জলপাইগুড়িতে ভাঙন দেখা দিল ঘাস ফুল শিবিরে। নিজেকে শুভেন্দুর অনুগামী ঘোষণা করে তৃণমূল ছেড়েছেন জলপাইগুড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক বুবাই কর।
বিজেপি সূত্রে খবর, আগামী ২৬ ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন শুভেন্দু অধিকারী। তার আগে শুভেন্দুকে দিল্লিতে যেতে বলেছেন অমিত শাহ। সূত্রের খবর, বিশেষ রণনীতি তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর।
উল্লেখ্য, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। মেদিনীপুরের জনসভা থেকে অমিত শাহের চপারে করে কলকাতায় ফেরেন শুভেন্দু অধিকারী। ওইদিন রাতেই রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতাদের বৈঠকে বসেন শুভেন্দু। জানা গিয়েছে, ওই সভায় সংগঠনের উপর বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
অমিত শাহের নির্দেশ অনুযায়ী, চলতি সপ্তাহ থেকেই সেই কাজে নেমে পড়ছেন শুভেন্দু। আগামী শনিবার থেকে জেলা সফরে যাবেন তিনি। কোন কোন জেলায় যাবেন, তার তালিকাও তৈরি করা হয়ে গিয়েছে বলে খবর।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূলে থাকাকালীন একাধিক জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু। এইসব জেলাগুলি নখদর্পনে রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকেই এবার তিনি বিজেপি কাজে লাগাতে চাইছে বলেই মত ওয়াকিবহালের।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

