ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় আমেরিকার সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত মোদী
ওয়াশিংটন: ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুকুটে নয়া পালক। নমোকে লিজিয়ন অফ মেরিট (Legion of Merit) পুরষ্কারে সম্মানিত করল আমেরিকা। ভারত ও আমেরিকার সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যাওয়া জন্য আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে এই পুরস্কারে সম্মানিত করলেন।
উল্লেখ্য, আমেরিকার সর্বোচ্চ পুরস্কারগুলির মধ্যে একটি হল লিজিয়ন অফ মেরিট। মোদী ক্ষমতায় আসার পর দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বেড়েছে এবং ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরেছেন মোদী। গোটা বিশ্বে আজ ভারতের জয়জয়কার।
এই পুরস্কার সাধারণত পেয়ে থাকেন মার্কিন সেনা অফিসাররা। এছাড়া দেশের জন্য ভালো কাজ করা ব্যক্তি অথবা অন্য দেশের কোনও রাষ্ট্রনায়ক এই পুরস্কারের জন্য যোগ্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদীর কাছে এই সম্মান অনেক বড় প্রাপ্তি।
এদিন হোয়াইট হাউসে মোদীর হয়ে এই সম্মানটি গ্রহণ করেছেন আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন তাঁর হাতে এই মানপত্রটি তুলে দেন। মোদীর ঝুলিতে এই সম্মান আসার পর জাতীয় সুরক্ষা উপদেষ্টা বলেন, মোদীর নেতৃত্বে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি।
উল্লেখ্য, এর আগে এই সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে শুধু আমেরিকার সর্বোচ্চ পুরস্কার নয়, এর আগে সৌদি আরব, প্যালেস্টাইন, আরব আমিরশাহি, রাশিয়া ও মালদ্বীপের সর্বোচ্চ পুরস্কারও পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।