Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

SSC দুর্নীতিতে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে পুনরায় নিয়োগ: সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের ২৫, ৭৫৩ জনের চাকরি বাতিল করলো। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। আদালতের নির্দেশ তিন মাসের মধ্যে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সুপ্রিম কোর্টের দাবি, পুরো নির্বাচন প্রক্রিয়া “কারচুপি এবং জালিয়াতির দ্বারা বিকৃত” এবং এর বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা ক্ষুণ্ন হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ ২২ এপ্রিল, ২০২৪ এর কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে, হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করার কোনও কারণ তারা দেখে না বলে জানিয়েছেন।

তবে আদালতের নির্দেশ যারা যোগ্য চাকরিপ্রার্থী তাঁদের জন্য আবার পরীক্ষায় বসার সুযোগ থাকবে। তাঁদের কোনো বেতন ফেরত দিতে হবে না। ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু যে দুর্নীতি যুক্ত ৫০০০ জনের তালিকা সিবিআই আদালতকে দিয়েছিলো তাঁদের চার বছরের বেতন ফেরত দিতে হবে ও তাঁদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

সুপ্রিম কোর্টের এই রায়ে ভেঙে পড়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, “যারা অপরাধ করেছেন তাদের দায় কি নির্দোষ প্রার্থীদের নিতে হবে”। “দেশের বিচারব্যবস্থার উপর কোনো আস্থা থাকলো না”।”দশ বছর আগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, দশ বছর পরেও সমান ভাবে উত্তীর্ণ হতে পারবো কি না তার কি কোনো গ্যারান্টী আছে?” তবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল আছে বলে জানিয়েছে আদালত।চাকরিপ্রার্থীদের পাশাপাশি একই প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক নেতাদের, ” যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করা গেল না কেন? “আবার অনেকের দাবি “৫০০০ জনকে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তার থেকেই তো বোঝা যাচ্ছে বাকি সবাই যোগ্য। তবে বাকিদের চাকরি কেন গেল”।

বর্ষা দাস

বর্ষা দাস গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পিজি ডিপ্লোমা করেছেন। অবসর সময়ে ঘুরতে, লেখালেখি করতে ভালোবাসেন।