ওয়াকফ বিলকে সমর্থন জানালো পবন কল্যাণের জনসেনা পার্টি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এনডিএ জোটের অন্যতম শরিক জনসেনা পার্টি ওয়াকফ (সংশোধনী) বিলে নিজেদের সমর্থনের কথা জানিয়েছে। দলটির মতে, এই সংশোধনী মুসলিম সম্প্রদায়ের জন্য উপকারী হবে এবং তাদের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।
জনসেনার পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, দলের সভাপতি পবন কল্যাণ লোকসভায় দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বিলটির পক্ষে ভোট দেওয়ার জন্য।
জনসেনার মতে, এই সংশোধনী মুসলিমদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের অধিকার সুরক্ষিত করবে।
জনসেনার পক্ষ থেকে বলা হয়েছে, এনডিএ সরকারের নেওয়া এই পদক্ষেপে তারা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে। জনসেনার সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন লোকসভায় উপস্থিত থেকে বিলটির সমর্থনে ভোট দেন।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর সভাপতি জয়ন্ত চৌধুরী বলেছেন, “আমরা এনডিএ-র পাশে আছি। আমরা হুইপ জারি করেছি।” India Today