‘শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির’, ঘোষণা মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির ও কলকাতার নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে নির্মাণ করা হবে মহাকাল মন্দির। বৃহস্পতিবার দার্জিলিং সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, দিঘার জগন্নাথ মন্দিরের নকশা এবং নিউ টাউনের দুর্গাঙ্গনের আদলে দার্জিলিংয়ে তৈরি করা হবে মহাকাল মন্দির। ইতিমধ্যেই শিলিগুড়ির জেলাশাসক ওই প্রকল্পের জন্য সম্ভাব্য জমি নির্ধারণের কাজ শুরু করেছেন। তিনি বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ের পর দার্জিলিং ও উত্তরবঙ্গ ধীরে ধীরে ছন্দে ফিরছে। পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। তাই নতুন এই মন্দির শুধু ভক্তদের নয়, পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হয়ে উঠবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, মহাকাল মন্দিরে রাজ্যের সবচেয়ে বড় শিব মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভক্তদের সুবিধার জন্য গ্রিন কারের ব্যবস্থা রাখা হবে এবং তাঁদের জন্য আলাদা পথও তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “সব ভক্ত যাতে নির্বিঘ্নে মহাদেবের দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা সরকার করবে।”
রাজ্যের ধর্মীয় পর্যটন প্রকল্পগুলির মধ্যে এটি হবে তৃতীয় বৃহৎ উদ্যোগ। এর আগে দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত সুবিশাল জগন্নাথ মন্দির ইতিমধ্যেই ভক্ত ও পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বর্তমানে ISKCON সেই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিনরাজ্য ও বিদেশ থেকেও বহু পুন্যার্থী সেখানে পুজো দিতে আসেন।
অন্যদিকে, কলকাতার নিউ টাউনে রাজ্য সরকারের আরেক উচ্চাভিলাষী প্রকল্প দুর্গাঙ্গন নির্মাণের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। ইকো পার্কের উল্টো দিকেই তৈরি হবে এই ভবিষ্যৎ আকর্ষণ, যেখানে দুর্গা প্রতিমা, শিল্পকলা ও বাঙালির উৎসব সংস্কৃতি এক ছাদের নিচে প্রদর্শিত হবে।
রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও পর্যটন উন্নয়নের মেলবন্ধন ঘটাতে একের পর এক এই প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মহাকাল মন্দির নির্মিত হলে তা হবে উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনের এক নতুন অধ্যায়।


