Saturday, July 27, 2024
দেশ

‘আতিকের সমর্থনে স্লোগান দিলে সেখানেই গুলি করে মেরে দেওয়া উচিত’, নিদান কেন্দ্রীয় মন্ত্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার আতিক আহমেদের। এই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার বিহারের পাটনায় এক মসজিদের সামনে আতিকের সমর্থনে স্লোগানের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এবার নিদান দিলেন, ‘আতিক আহমেদের সমর্থনে কেউ স্লোগান দিলে তাকে ঘটনাস্থলেই গুলি করে মেরে দেওয়া উচিত।’

উল্লেখ্য, শুক্রবার বিহারের পাটনায় এক মসজিদের সামনে আতিকের সমর্থনে স্লোগানের অভিযোগ উঠেছে। অভিযোগ মাফিয়া আতিক, আশরাফকে ‘শহিদ’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া। পাশাপাশি, যোগী, মোদীর নামে কুরুচিকর স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ।

সেই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে স্লোগান তোলা হয়েছে, তাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের লোকদের দেখামাত্রই গুলি করে মেরে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন,” বিহারেও ‘যোগী’ মডেল দরকার যেখানে সন্ত্রাস মাফিয়ার মতো অপরাধীরা রেহাই পাবে না।”