আন্দোলন ক্রমশ গণআন্দোলনের দিকে এগোচ্ছে, দেশজুড়ে প্রতিবাদ; আরজি কর কান্ড কী মমতাকে ক্ষমতাচ্যুত করতে পারে?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দুর্নীতি কান্ডের পর্দা ফাঁসে চরম অস্বস্তিতে পড়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরপর সন্দেশখালি কান্ডে মানুষের মনে তীব্র অসন্তোষ জমা হয়েছিল। এবার আরজি কর ইস্যুতে ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আন্দোলন ক্রমশ গণআন্দোলনের দিকে এগোচ্ছে। ৭৭ বছর আগে ১৪ আগস্ট রাতে আপামর ভারতবাসী স্বাধীনতা লাভের আনন্দে রাস্তায় নেমে এসেছিল। আরজি কর কান্ডে ৭৭ বছর পর ফের এক ১৪ আগস্ট দেখল ভারতবর্ষ। লাখো লাখো মানুষ রাজপথে নামলো। একটাই দাবি তাঁদের – আরজি কর কান্ডে জড়িতদের কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়া হোক। নারীদের সুরক্ষা নিশ্চিত করা হোক।
শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক সাড়া ফেলে এই আন্দোলন। রাজ্যের বাইরেও আরজি কর কান্ডের প্রতিবাদে সামিল হয়েছেন মানুষজন। এমনকি বিদেশেও ছোয়া লেগেছে এই আন্দোলনের। লন্ডন, আমেরিকাতেও স্লোগান উঠেছে, আরজি কর কান্ডের বিচার চাই।
বৃহস্পতিবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন মমতা সরকারের উপর। একের পর এক অডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলি মানুষের মনে দাবালনের সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কিভাবে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আরজি কর হাসপাতালে ঢুকে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা? অনেকেই মনে করছেন, আসল ঘটনা ধামাচাপা দিতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার আশঙ্কা করা হচ্ছে। তাই এসব চক্রান্ত করা হচ্ছে। একটি পক্ষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে হামলার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতি ঘোষণা করেছেন চিকিৎসকরা। সবমিলিয়ে মমতা সরকারের চাপ বাড়ছে লাগাতার।