Thursday, September 19, 2024
দেশ

উত্তরপূর্ব আমার হৃদয়ের টুকরো, মণিপুরে শান্তি ফিরবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার সংসদে অশান্ত মণিপুর নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘হামারে লিয়ে নর্থইস্ট জিগার কা টুকরা হ্যায় (উত্তর-পূর্ব আমার কাছে হৃদয়ের অংশ)। মণিপুরের মহিলাদের উপর যে অপরাধ হয়েছে, তা ক্ষমার অযোগ্য। যারা এই ঘটনায় জড়িত, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’

মোদী বলেন, ‘আমরা মণিপুরের আমাদের মা ও কন্যাদের আশ্বস্ত করতে চাই যে, গোটা দেশ আপনাদের পাশে আছে। রাজ্যে শীঘ্রই শান্তি ফিরবে। মণিপুরে শান্তি ফেরাতে প্রত্যেক ভারতীয় একসঙ্গে কাজ করতে হবে।’ 


মণিপুরের জনগণকে আশ্বস্ত করে মোদী বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকার মণিপুরে শান্তি ফেরাতে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি উত্তরপূর্বের রাজ্যগুলিতে ৫০ বার গিয়েছি। এটা শুধু তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। উত্তরপূর্বের মানুষের তিনি বা তাঁর সরকার কাজ করতে বদ্ধপরিকর।’