Friday, March 29, 2024
রাজ্য​

দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি, ভারতের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী মমতা, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা ADR-র সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লাখ টাকা।

উল্লেখ্য, ৭ বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তিনি। বাংলার ৩ বারের মুখ্যমন্ত্রী।

এডিআর- এর রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। এমনকি দেশে বামেদের একমাত্র মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা পিনারাই বিজয়নও (Pinarayi Vijayan) কোটিপতি।

রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও বেতন নেন না মুখ্যমন্ত্রী। নেন না সাংসদ হিসেবে প্রাপ্য পেনশনও। এমনকি, মুখ্যমন্ত্রী হিসেবে বেতনও নেন না। তাঁর রোজগারের উৎস নিজের লেখা বই, কথা ও সুর দেওয়া গানের সিডি এবং আঁকা ছবি।

এই তালিকায় মমতার পরে রয়েছেন কেরলের পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটির কিছু বেশি। দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য সামনে নিয়ে এসেছে এডিআর।