Thursday, April 25, 2024
বিনোদন

বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন: সাইফকন্যা সারা আলি খান

সাইফ আলি খান-অমৃতা সিং-এর কন্যা সারা আলি খান। সম্প্রতি বলিউড জগতে পা রেখেছেন। শুটিং করছেন ‘কেদারনাথ’ ছবির। এরই মধ্যে তিনি খবরের শিরোনাম হলেন বাংলাদেশ ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলে।

দেশে অনুপ্রবেশ বন্ধের পক্ষে টুইটে তিনি লিখেছেন, দিওয়ালিতে শব্দবাজি বন্ধের পরিবর্তে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন। তার এই টুইটের স্বপক্ষেও মতামত জানিয়ে রিটুইট করতেও বলেন তিনি।

নরেন্দ্র মোদীর সমর্থনে সারা নিজের টুইটার হ্যান্ডেলে  #IAmModi ও  #VoteForChange-এ লিখেছেন  ”প্রধানমন্ত্রীকে অবমাননার মানে ১২৫ কোটি দেশবাসীর অবমামনা। আপনি যতই অবমাননা করবেন তিনি ততই শক্তিশালী হবেন।”

এ কথা লেখার পাশাপাশি যারা মোদিকে সমর্থন করেন, তাদের রিটুইট করতেও বলেন সারা।