Sunday, September 15, 2024
রাজ্য​

ভারতের ‘আত্মার স্পন্দন’ শোনাতে এবার বিগ্রেডে লাখো কণ্ঠে গীতা পাঠ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ব্রিগেডে লাখো কণ্ঠে গীতা পাঠের আয়োজন করতে চলেছে গেরুয়াপন্থী সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ। এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ঘনিষ্ট।

সনাতন সংস্কৃতি পরিষদ সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিগ্রেডে অন্তত এক লাখ মানুষের কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। এই আসরে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ‌্যপাল সিভি আনন্দ বোসকে। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), নওশাদ সিদ্দিকি, বিকাশ ভট্টাচার্য-সহ রাজ্যের সব সাংসদ ও বিধায়কদের।

লাখো কণ্ঠে গীতা পাঠ আসরের অন‌্যতম উদ্যোক্তা ভারত সেবাশ্রম সংঘের সন্ন‌্যাসী বন্ধুগৌরব মহারাজ জানিয়েছেন, ‘আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ৩ ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ্যায় পাঠ করা হবে। অন্তত ১ লাখ সমবেত কন্ঠে গীতা পাঠ হবে। গতবার মায়াপুরে এই অনুষ্ঠান হয়েছিল। এবার ব্রিগেডে হবে। এজন‌্য সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।’