পুণেতে ভারতের প্রথম অফিস খুলছে টেসলা, চিন্তায় চিন; ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির দাম কত হবে?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের গাড়ি উৎপাদনের ইচ্ছা বহুদিন আগেই প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে টেসলার। এবার জানা গেল, পুণেতে ভারতের প্রথম অফিস খুলতে চলেছে টেসলা।
জানা গেছে, টেসলা ইন্ডিয়া মোটর অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেড নামে ভারতে অফিস খুলতে চলেছে টেসলা। পুণেতে অফিস ৬০ মাসের জন্য লিজ নিয়েছে টেসলা। যার জন্য প্রতি মাসে টেসলাকে ভাড়া গুনতে হবে ১১ লাখ ৬৫ লাখ টাকা। অফিসের আয়তন ৫,৮৫০ স্কোয়ার ফুট। এটি অবস্থিত পুণের পঞ্চশীল বিজনেস পার্কে। যেটি পুনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে।
উল্লেখ্য, এশিয়ার টেসলার সবথেকে বড় কারখানা চিনে। আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে চিনের বিকল্প খুঁজছে টেসলা। ভারতে গাড়ি উৎপাদনের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে গাড়ি বিক্রিও করতে পারবে টেসলা। ভারতে অফিস নিলেও কারখানা কোথাও হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
ভারতে কেমন দাম হতে পারে টেসলার বৈদ্যুতিক গাড়ির?
জানা গেছে, ভারতে শীঘ্রই কারখানা খুলবে টেসলা। ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ির দাম রাখা হবে ২০ লাখ টাকা। আর সেটা করা হলে এটি হবে বিশ্বের সবথেকে সস্তা টেসলা গাড়ি।
বর্তমানে টেসলার সবথেকে সস্তা গাড়ি রয়েছে তার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা থেকে শুরু। বৈদ্যুতিক গাড়ির বিক্রির নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বে শীর্ষস্থানীয় সংস্থা টেসলা।
জানা গেছে, ভারতে টেসলা দুটি গাড়ি প্রথম উপলব্ধ হতে পারে তা হল – Model S এবং Model 3। ২০১৭ সালে টেসলা মডেল 3 প্রথম লঞ্চ হয়। এটি সংস্থার সবথেকে সস্তা গাড়ি। ফুল চার্জে ৩৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে গাড়িটি। এই গাড়ির ভিতরেই খেলা যাবে গেম, রয়েছে গ্লাস রুফ, ওয়্যারলেস কানেক্টিভিটি এবং ফাইভ স্টার সেফটি রেটিং।