টি-২০ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন রোহিত শর্মা এবং জয় শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের ৫৩ দিন পর ট্রফি নিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই সচিব জয় শাহ। ট্রফি নিয়ে পুজো দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে বুধবার সন্ধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে যান রোহিত ও জয় শাহ। বিশ্বকাপের ট্রফিটি মূর্তির সামনে রেখে পুজো দেন তাঁরা। ভারতীয় ক্রিকেটের সাফল্যের জন্য প্রার্থনা করেন জয় শাহ ও রোহিত। পুজো দেওয়ার পরে গোলাপি রংয়ের উত্তরীয় গলায় ছবি তোলেন তাঁরা।
উল্লেখ্য, গত ২৯ জুন দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ১৩ বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। আর ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জয় ভারতের।