Wednesday, April 23, 2025
রাজ্য​

‘আমি আমার ৩০ বছরের কেরিয়ারে এমনটা দেখিনি’, আরজি কর কান্ডে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দ্বিতীয় দিনে ফের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার এবং পুলিশ। বিচারপতি জে পার্দিওয়ালা মন্তব্য করেন, ‘রাজ্য সরকার ও পুলিশ যে পদ্ধতি অনুসরণ করেছে তেমনটা আমি আমার ৩০ বছরের কর্মজীবনে দেখিনি।’

সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, আরজি কর কান্ডে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। শেষকৃত্যের পর এফআইআর নথিভুক্ত করা হয়। 

শীর্ষ আদালত জানায়, সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ১০ থেকে ৭টা ১০-এর মধ্যে ময়নাতদন্ত হয়েছে। তাহলে ময়নাতদন্তের পর কেন এফআইআর করা হলো? রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হল? ঘটনাস্থল সুরক্ষিত করতে এত দেরি হল কেন? তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট হতেও তো পারে।

আদালত তখন জানায়, পুলিশ ডায়েরি এবং ময়নাতদন্তের সময়ের মধ্যেও পার্থক্য রয়েছে। অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।

বিচারপতি পার্দিওয়ালা রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি বলেন, ‘তিনি তাঁর ৩০ বছরের কেরিয়ারে রাজ্য ও পুলিশের এমন গাফিলতি আগে কখনও দেখেননি। এই পুরো বিষয়টিই চমকে দেওয়ার মতো। পশ্চিমবঙ্গ পুলিশের আচরণ লজ্জাজনক।’