Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

‘জয় শ্রী রাম; প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন হিন্দু হিসেবে এসেছি’, বিশ্ববিদ্যালয়ের রাম-কথা পাঠ অনুষ্ঠানে বললেন ঋষি সুনক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় বংশোদ্ভূত হিন্দু নাগরিক। ১৫ আগস্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হিন্দুদের পবিত্র রাম-কথা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন হিন্দু হিসেবে এসেছি।

ঋষি সুনক বলেন, ‘ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর (Morari Bapu) রাম কথা শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজ আমি এখানে প্রধানমন্ত্রী হিসাবে নয়, একজন হিন্দু হিসাবে এসেছি।’


পিছনে থাকা হনুমানকে প্রণাম করেন ঋষি সুনাক। ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দেন। এরপর তিনি বলেন, ‘ঠিক যেমন বাপুর পিছনে হনুমানজি রয়েছেন, ১০ ডাউনিং স্ট্রিটে আমার ডেস্কও আলো করে আছেন গণেশ ঠাকুর।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখান থেকে রামায়ণ, ভগবত গীতা ও হনুমান চালিশার পাঠ স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। আমার কাছে শ্রী রাম সবসময় অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব, তিনি দেখিয়েছেন সাহসের সঙ্গে জীবনের প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়, মানবতা ছড়িয়ে দিতে হয় এবং নিঃস্বার্থভাবে কাজ করতে হয়।’