Tuesday, December 10, 2024
দেশ

মথুরায় কৃষ্ণ জন্মভূমির পিছনে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার মথুরায় কৃষ্ণ জন্মভূমির পিছনে অবৈধভাবে নির্মাণের অভিযোগে অন্তত ১০০টি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল রেল। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার আদালত বন্ধ ছিলো। অবৈধ নির্মাণ ভাঙার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বুধবার উচ্ছেদ অভিযানে ১০ দিনের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত জানিয়েছে, আপাতত ১০দিন কোনও উচ্ছেদ অভিযান চলবে না। ফের শুনানি হবে এক সপ্তাহ পরে। 

আবেদনকারীদের আইনজীবী জানিয়েছেন, ১০০টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখনও ওই এলাকায় ৭০-৮০ টি বাড়ি অবশিষ্ট রয়েছে।

রেলের তরফে অভিযোগ, মথুরার ওই এলাকায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ১৮০টির মতো বাড়ি। উচ্ছেদ অভিযানে ওই এলাকার অন্তত ৩ হাজার বাসিন্দা বাড়িছাড়া হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা করছে আর্কিওলজিক্যাল স্টাডি অফ ইন্ডিয়া (ASI)। এর মধ্যেই দাবি উঠেছে, মথুরার শাহি ঈদগাহ মসজিদেও (Shahi Idgah Mosque) বৈজ্ঞানিক সমীক্ষা করা হোক। সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট।