Thursday, September 19, 2024
রাজ্য​

এবার আরজি কর কান্ডের প্রতিবাদ মিছিলেই মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত মদ্যপ পুলিশ কনস্টেবল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। এর মধ্যেই এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে শামিল মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে মদ্যপ অবস্থায় ডিউটিতে থাকা এক পুলিশ কনস্টেবল।

জানা গেছে, কাঁচরাপাড়া, হালিশহর এলাকার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল বের করেন। পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ এক মহিলা কাজ সেরে ফেরার পথে ওই মিছিলে যোগ দেন। হালিশহর থানার এক কনস্টেবল ওই মিছিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযোগ, কর্তব্যরত ওই কনস্টেবল মদ্যপ ছিলেন। ডিউটিতে থেকে কেন মদ্যপান করেছেন তা নিয়ে প্রশ্ন করেন ওই মহিলা। এরপরে ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ। মহিলার দাবি, ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশকর্মীরা মদ্যপ ওই কনস্টেবলকে সমর্থন করেন। ওই মদ্যপ পুলিশ কনস্টেবল ওই মহিলাকে কুরুচিকর আক্রমণ করেন বলেও অভিযোগ।

ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মিছিলকারীরা। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে স্থানীয় জনতাই থানায় নিয়ে যায়। ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে হালিশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।