Thursday, January 23, 2025
দেশ

কী লুকাতে চাইছে রাজ্য? আরজি কর কান্ডে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ২১ জন আইনজীবী, ফি বাবদ মমতা সরকারের খরচ কত? শ্বেতপত্র চাওয়ার প্রস্তাব তথাগত রায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছেন ২১ জন আইনজীবী। সকলেই ভারতের তাবড় তাবড় আইনজীবী। তাদের হয়ে লিড করছেন কপিল সিব্বল। এদিকে, কেন্দ্রীয় সরকারের হয়ে আইনজীবী রয়েছেন ৫ জন। তিন বিচারপতির বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

এবার এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। টুইটে বিজেপি নেতা লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে উকিলের ফি বাবদ কত টাকা খরচ করেছে সে বিষয়ে শ্বেতপত্র চাওয়া হোক।”

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ‘আরজি কর কান্ডে কী লুকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছেন প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবলের নেতৃত্বে ২১ জন আইনজীবী। রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।’