‘লক্ষ্মীর ভান্ডার লাগবে না, আমাদের মেয়েকে ফিরিয়ে দিন’, আরজি কর কান্ডে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি সুকান্তর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার সুর ছড়াচ্ছে বিজেপি। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানে একের পর এক ব্যারিকেট ভেঙ্গে এগিয়ে যান বিজেপি কর্মীরা। উল্টোডাঙার হুডকো মোড় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপি।
এদিন মিছিলে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ বাঁধে বিজেপির। শুভেন্দু অধিকারী ও শমিক ভট্টাচার্যকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। শুভেন্দুকে আটক করলে অনেক বিজেপি কর্মী পুলিশের ভ্যানের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান। অনেকে পুলিশের বাসের উপরে উঠে প্রতিবাদ জানান। সবমিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘গোটা বাংলার মানুষ বলছে – মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা চাঁদা তুলে দশ লাখ টাকা দেব। আমাদের বোনকে ফিরিয়ে দিন। লক্ষ্মীর ভান্ডার লাগবে না, আমাদের মেয়েকে ফিরিয়ে দিন। লাঠি, গুলি খেলেও বিজেপি পিছিয়ে আসবে না। আমাদের বিরোধী দলনেতার ওপরে হামলা হয়েছে। আমাকে আমাদের কর্মীরা ছিনিয়ে নিয়ে এসেছে। আগামীকাল প্রতিটি থানার সামনে কর্মীরা বিক্ষোভ দেখাবে বিজেপি। বিজেপির আন্দোলন চলবে। আমাদের ধর্না অব্যাহত থাকবে। আগামীতে বিজেপি আরও বড় আন্দোলন করবে।’