Thursday, September 19, 2024
খেলা

কলকাতায় অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ফাইনাল, সেমি ফাইনাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডুরান্ড কাপের ফাইনাল এবং সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। বুধবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ম্যাচ আয়োজনের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে খবর।

উল্লেখ্য, আরজি কর কান্ডের প্রভাব পড়তে পারে গ্যালারিতে। অশান্তির আশঙ্কায় রবিবার বাতিল করা হয়েছিল ডুরান্ড ডার্বি। এরপরে ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলো কলকাতায় ফেরাতে উদ্যোগী হন ইষ্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের প্রধানরা। মঙ্গলবার ময়দানের প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিন ক্লাবের কর্মকর্তারা।

মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে আরজি কর কান্ডের দ্রুত বিচার দাবি করেন ক্লাব প্রধানরা। ফুটবল সমর্থকদের উপর লাঠিচার্জ প্রসঙ্গে ক্লাব প্রধানরা বলেন, ‘এটাকে কোনওমতেই সমর্থন করেন না তারা। পুলিশের আরও বেশি নমনীয় হওয়া উচিত ছিল।’