Saturday, July 27, 2024
দেশ

করোনা মোকাবিলায় আগামী ৩ মাস ১৪৪ ধারা জারি ছত্তিশগড়ে

রায়পুর: সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে চতুর্থ দফার লকডাউন৷ গোটা দেশে আগামী ৩১ মে পর্যন্ত চলবে এই দফার লকডাউন৷ সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা অবধি নাইট কার্ফু জারি করা হয়েছে৷ প্রয়োজনে ১৪৪ ধারা জারি করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিকে, রবিবার রাতেই দেশের প্রথম রাজ্য হিসেবে টানা তিন মাসের জন্য গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করল ছত্তিশগড় প্রশাসন৷

রাজ্যের প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা রুখতে আগামী ১৬ আগস্ট পর্যন্ত বা পরবর্তী আদেশ পর্যন্ত গোটা রাজ্যে  ১৪৪ ধারা জারি করা হল৷ এর ফলে রাজ্যের কোনও জায়গাতেই চারজনের বেশি একত্রিত হতে পারবেন না৷

জানা যায়, ২৮ জেলার দেওয়া তথ্য অনুসারী, লকডাউনের পরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাইনি। এখনও বেশ কয়েকটি জায়গায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই রাজ্যের প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছত্তিশগড়ে ৩১ শে মে পর্যন্ত রেস্তোঁরা, হোটেল, বার এবং ক্লাবগুলি বন্ধ থাকবে। স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়ামগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ থাকবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ছত্তিশগড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯২ জন৷ তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৫৯ জন। মৃতের সংখ্যা শূন্য।