Saturday, July 27, 2024
দেশ

বাজারে বেগুনি রঙের নতুন ১০০ টাকার নোট

নয়াদিল্লি: ১০, ৫০, ২০০,৫০০ এবং ২০০০ টাকার পর বদলাতে চলেছে একশো টাকার নোট ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট।

মহাত্মা গান্ধীর নতুন সিরিজের এই নোটে থাকবে আরবিআই গর্ভনার উর্জিত প্যাটেলের স্বাক্ষর। নোটের পিছনে থাকবে “রানি কী ভাব”এর মোটিফ। নোটের রঙ ল্যাভেন্ডার। নোটের সাইজ 66 mm × 142 mm । নতন নোটের পাশাপাশি পুরোনো ১০০ টাকার নোটও সচল থাকবে।

নোটের মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি ৷ নোটের উপরে মাইক্রো লেটারে ‘RBI’, ‘भारत’, ‘India’ and ‘100’ লেখা থাকবে ৷ নোটটিকে ধার থেকে দেখলে ‘RBI’, ‘भारत’ এর মাইক্রো লেটারের রঙ সবুজ থেকে নীল দেখাবে ৷ ডান দিকে থাকবে অশোক স্তম্ভ। রানি কী ভাব মূলত একটি স্টেপ ওয়েল। গুজরাতের সরস্বতী নদীর তীরে রয়েছে সেটি। এই নোটের সবচেয়ে বড় বিশেষত্ব, হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করা ছাপানো হচ্ছে নোটগুলি।

১০০ টাকার নোট ইতিমধ্যেই কম পাওয়া যাচ্ছে। বড় টাকার নোটই নিতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। তাই বিকল্প হিসাবে এই পথই বেছে নেওয়া হয়েছে।