Saturday, July 27, 2024
দেশ

ভারতে শাখা খোলার অনুমতি পেল ব্যাঙ্ক অফ চায়না

নয়াদিল্লি: ভারতে ব্যাঙ্ক অফ চায়নার শাখা খোলার অনুমতি দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার ১০৬ বছরের পুরনো ব্যাঙ্ক অফ চায়নার শাখা এদেশে খোলার অনুমোদন দিয়েছে আরবিআই।

গত জুনে চিনের কিংডাও শহরের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রথম ভারতে ব্যাঙ্ক অফ চায়নার শাখা খোলার অনুমোদন দেওয়ার কথা চিনের প্রেসিডেন্টকে জানিয়েছিলেন তিনি। কথা রাখলেন নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতির এক মাসের মধ্যেই চিনের ব্যাঙ্ককে ভারতে শাখা খোলার অনুমতি দিল আরবিআই।

প্রসঙ্গত, এনিয়ে চিনের দ্বিতীয় রোনো ব্যাঙ্ক ভারতে শাখা খুলতে চলেছে। এর আগে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না লিমিটেডকে ভারতে শাখা খোলার অনুমতি দেওয়া হয়েছিল। গত বছর ব্যাঙ্ক অফ চায়না পাকিস্তানের করাচি শহরে শাখা খুলেছিল।  উল্লেখ্য, এর আগেও স্ট্যান্ডার্ড চার্টার্ড সহ প্রায় ৪৬টি বিদেশি ব্যাংক শাখা খুলেছে করেছে ভারতে।