বিজেপিতে যোগ দিলেন বিড়লা গ্রুপের ভাইস প্রসিডেন্ট রঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। দলবদলের খেলা অব্যাহত। একের পর নেতার যোগদানে ক্রমশ পাল্লা ভারি হচ্ছে গেরুয়া শিবিরের। এদিন হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দিলেন আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) ভাইস প্রসিডেন্ট রঞ্জন বন্দ্যোপাধ্যায় (Ranjan Banerjee)।
বিজেপিতে যোগ দিয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। তাই বিজেপিতে যোগদান করেছি। তাঁকে সুযোগ দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ। পাশাপাশি, তিনি বলেন, বাংলায় কর্মসংস্থানের জন্য শিল্প আনা খুবই জরুরি। তাঁর অভিযোগ, কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে শিল্পবিরোধী আন্দোলন চলেছে। যার শিকার পশ্চিমবঙ্গের মানুষ। তিনি বাংলায় শিল্প সংগঠনগুলিকে নিয়ে আসবেন বলেও সংকল্প করেছেন।
উল্লেখ্য, একটা সময় বাংলায় বাম শ্রমিক সংগঠনের দাপটে শিল্পের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ তোলা হয়। পরবর্তীকালে সেই বামেরাই রাজ্যে বেশ কয়েকটি শিল্প আনার চেষ্টা করে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রকল্প ছিল সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা। যদিও মমতার আন্দোলনে সেটা ভেস্তে যায়।
মমতা বন্দ্যোপাধ্যাপাধ্যায় সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলেনর জেরেই সিঙ্গুর ছেড়ে গুজরাটে চলে যায় টাটা কোম্পনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জয় লাভের নেপথ্যে সিঙ্গুরের আন্দোলেনর ভূমিকা ছিলো বলে মনে করা হয়। তবে সেই থেকে মমতার গায়ে শিল্প বিরোধী তকমাও লেগে যায় বলে অভিযোগ বিশেষজ্ঞদের।


