Tuesday, November 18, 2025
দেশ

‘ভগবান রামই আমাদের পূর্বপুরুষ’, রাম মন্দির নির্মাণে অনুদান দিয়ে বললেন মুসলিম যুবতী

বারাণসী: গত ১৫ জানুয়ারি থেকে অয্যোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রায় ১৩ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে তাঁরা৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান৷ নিজের সাধ্যমতো দান করছে দেশবাসী। ইকরা আনোয়ার খান (Iqra Anwar Khan) নামে এক মুসলিম যুবতী তথা আইনের ছাত্রী রাম মন্দির নির্মাণের জন্য ১১ হাজার টাকা দান করেছেন।

ওই যুবতী নিজের হাতে ‘শ্রী রাম’ লেখা ট্যাটুও করেছেন। ইকরা ১১ হাজার টাকার চেক অখিল ভারতীয় সন্ত সমিতির হাতে তুলে দিয়েছেন। চন্দোলি জেলার পিডিডিইউ নগরের হনুমাপুরের বাসিন্দা ইকরা জানান, শ্রী রাম তাঁদের পূর্বপুরুষ। তাই অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণে সে অনুদান দিয়েছে। ইকরা বলেন, রাজনৈতিক নেতারা ভোটের স্বার্থে ধর্ম ভাগ করার নামে রাজনীতি করে।

ইকরা বলেন, ধর্মে ভেদাভেদ হয় না, এটা যারা করে আমি তাঁদের মুখে কষিয়ে চড় মারতে চাই। ইকরা বলেন, মানুষের ধর্ম একটাই, সেটা হল মানবতা। আমি মানুষ হিসেবে রাম মন্দির নির্মাণের অংশ হচ্ছি, এটা আমার নিজের এবং খুশির সাথেই করছি। ইকরা জানায়, হিন্দু-মুসলিম দুই ধর্মেই আমার বিশ্বাস আছে। আমি মন্দিরেও যাই আর বাড়িতে নামাজও পড়ি।

গত বছরের ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর সময় ইকরা নিজের হাতে শ্রী রামের ট্যাটু করেন। ইকরা বলেন, শ্রী রামের থেকে বড় কোনও ভগবান নেই। রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘসময় আমরা অপেক্ষা করেছি। ভূমি পুজোর সময় আমরা সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আর সেই শুভক্ষণকে স্মরণীয় করতেই আমি আমার হাতে শ্রী রামের নামে ট্যাটু করেছি।