Thursday, November 13, 2025
দেশ

গো-হত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ: হাইকোর্ট

বেঙ্গালুরু: বিজেপি শাসিত কর্ণাটকে সম্প্রতি গো-হত্যা বিরোধী আইন পাশ করা হয়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় কিছু লোক। দায়ের করা হয় পিটিশন। তবে এদিন হাইকোর্ট সাফ জানিয়ে দিল, গো-হত্যা বিরোধী আইন (Anti-cow slaughter ordinance) সংবিধানগত ভাবে বৈধ। যা রীতিমতো বেশ স্বস্তির বিষয়ে গেরুয়া শিবিরের কাছে।

জানা গেছে, বুধবার কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকারের গোহত্যা বিরোধী আইনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মহম্মদ আরিফ জামিল-সহ আরও কয়েকজন। তাঁদের দায়ের করা আবেদনের ভিত্তিতেই এদিন  শুনানিহয়। অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি জানান, সংবিধানে বর্ণিত আইন অনুযায়ীই গো-হত্যা বিরোধী অর্ডিন্যান্স জারি করা হয়েছে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে হাইকোর্টের পর্যবেক্ষণ, গোহত্যা বিরোধী আইন  সংবিধানগত ভাবে বৈধ।

এদিন শুনানির সময় কর্ণাটক সরকারের তরফে হাইকোর্টে হলফনামায় বলা হয়েছে, গত আট বছরে কর্ণাটকে গরুর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১২ সালে গোটা রাজ্যে গরু ছিল ৯৫ লাখ ১৬ হাজার ৪৮৪টি। কিন্তু, ২০১৯ সালে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৬৯ হাজার ৪টি। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর ২ লাখ ৩৮ হাজার ২৯৬টি এবং প্রতিদিন গড়ে ৬৫২টি গরুকে মাংসের জন্য হত্যা করা হয়।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর কর্ণাটক সরকার গো-হত্যা বিরোধী বিল পাশ করেছে। ফলে কর্ণাটকে অবৈধ ভাবে কসাই বন্ধ এবং গোহত্যা নিষিদ্ধ। এই আইন অমান্য করলে ৭ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।