Saturday, April 27, 2024
দেশ

ধর্মগুরু রাম রহিম সিং ধর্ষক প্রমাণিত, রায়ের পর সহিংসতায় নিহত অন্তত ৩০

চণ্ডীগড়, ২৫ অগাস্ট : ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত পাঞ্জাব-হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং৷ হরিয়ানার পাঁচকুলায় আদালত শুক্রবার গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করার পর সহিংসতায় অন্তত ৩০জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সহিংসতা হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাম রহিমের অনুগামীরা দিল্লিতে দুটি ট্রেনের কামরায় আগুন দেন। মালাউতের রেল স্টেশন এবং পেট্রল পাম্পেও আগুন ধরিয়ে দেয় তারা। পাঞ্জাব ও হরিয়ানার অনেক এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গুরমিতের অনুগামীদের তান্ডবে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের বিস্তীর্ণ এলাকা কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সমস্ত স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন ও রাস্তাঘাট আপাতত বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানান হাঙ্গামায় গ্রেপ্তারকৃতদের জন্য শহরের তিনটি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানা বানানো হয়েছে।

আগামী ২৮ অাগস্ট মামলায় দোষীর সাজা ঘোষণা করবে আদালত।