Tuesday, April 23, 2024
দেশ

প্রতিদ্বন্দ্বী ছাড়াই কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী

নিউদিল্লি: কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী। সোমবার দলটির সভাপতি নির্বাচনে মনোনয়ন পত্র পেশের শেষ দিনে রাহুল ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি।

রাহুল গান্ধীর পক্ষে মোট ৮৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এতে স্বাক্ষর করেছেন কংগ্রেসের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের ৮৯০ জন নেতা।

সভাপতি পদে রাহুলের নাম প্রস্তাবকারীদের মধ্যে তার মা কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও রয়েছেন।

এরই মধ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ ‘গণতন্ত্রহীনতার’ সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে একটি পরিবারই জিতবে, এটাতো নিশ্চিত।