Friday, March 29, 2024
দেশ

আদালতের রায়ে আপাতত স্বস্তিতে রাহুল, বাড়লো জামিনের মেয়াদ, পরবর্তী শুনানি ১৩ এপ্রিল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাহুল গান্ধীকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে সুরাট জেলা আদালত। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট আদালত আপিল করেছেন রাহুল গান্ধী। উচ্চ আদালতের রায়ে স্বস্তিতে রাহুল। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল এবং জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

পাশাপাশি, সোমবার শাস্তি খারিজের দাবিতে সুরাট জেলা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মে।

সোমবার গুজরাট আদালতে উপস্থিত হন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস শাসিত তিন রাজ্য— রাজস্থান, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং সুখবিন্দর সিংহ সুখু।