Saturday, July 27, 2024
কলকাতা

‘পিকচার তো আভি বাকি হ্যায় দিদি,’ মমতাকে চ্যালেঞ্জ পুনম মহাজনের

কলকাতা: ভারতীয় জনতা যুব মোর্চার(BJYM) সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করলেন। শনিবার কলকাতার মেয়ো রোডের সভামঞ্চ থেকে মমতাকে নিশানা করলেন এই যুব নেত্রী। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিলেন আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে তাঁর দলের নেতাকর্মীদের কি ভূমিকা হবে। তৃণমূল সরকারের উদ্দেশে তাঁর বার্তা, ‘ট্রেলার হ্যায় দোস্ত, পিকচার আভি বাকি হ্যায়।’

মুখ্যমন্ত্রীর ‘পরিবর্তন’-স্লোগানকে কটাক্ষ করে পুনম বলেন, ‘পরিবর্তনের নাম করে দিদি সরকারে এসেছিলেন। পরিবর্তন শুধু রঙের হয়েছে। লাল থেকে দিদির নীল-সাদা রঙের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে রোজভ্যালি, সারদা-নারদা। পরিবর্তন হয়েছে শুধু তৃণমূলের লোকেদের।’

তৃণমূলের ‘মা মাটি মানুষ’ স্লোগানকে ভাঁওতা আখ্যা দিয়ে যুব নেত্রী বলেন, ‘ভেবেছিলাম, তিনি মহিলা, তাঁর নামের মতো তাঁর মধ্যেও মমতা থাকবে। কিন্তু তা নেই। আমি তাঁকে ‘ইউ টার্ন দিদি’ বলব। যাকে মা হিসেবে বাংলায় দেখা হত, তাঁর মধ্যে আর মমতা নেই। রাজ্যে মহিলাদের অত্যাচার বেড়েছে। মাটির নামে এখানে তো এখন মাটি দিয়ে পুকুর ভরাট করে মাফিয়ারাজ চলছে।’

অসমের নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যু নিয়ে পুনম মহাজনের মন্তব্য, ‘দিল্লিকে লন্ডন বানানোর কথা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি সেটা করতে পারেননি। অামেঠিকে সিঙ্গাপুর করতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধী। তবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’