২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কলকাতা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি ও তৃণমূল৷ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানা গিয়েছে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নতুন একটি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি রয়েছে।
এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পশ্চিমবঙ্গের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন নমো৷ এখানেই শেষ নয়, ২৩ জানুয়ারি ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনাসভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার থেকে নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে৷ ভারতীয় রেল ঘোষণা করেছে, ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নয়া নাম ‘নেতাজি এক্সপ্রেস’৷
তবে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূলও৷ ২৩ জানুয়ারি শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে অবধি পদযাত্রা করবে ঘাসফুল শিবির। পদযাত্রার নেতৃত্ব দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

