ভুটান, মালদ্বীপ-সহ ৬ দেশকে করোনার টিকা কোভিশিল্ড উপহার পাঠালো ভারত
নয়াদিল্লি: ভারতের প্রতিবেশী মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল এবং সিশিলিসে করোনার টিকা কোভিশিল্ড পাঠালো ভারত। ভূটানকে দেড় লাখ কোভিশিল্ড উপহার দিল ভারত। তবে এবারই প্রথম নয় এর আগে করোনাকালীন সময়ে খাবার, ওষুধ-সহ নানা সামগ্রী পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। এছাড়া করোনা যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, পিপিই কিট পাঠানো-সহ করোনার বিরুদ্ধে যুদ্ধের যাবতীয় সামগ্রী পাঠিয়ে মালদ্বীপকে সাহায্য করেছে ভারত। পাশাপাশি, ২৫ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যও করে ভারত।
কোভিশিল্ডের দেড় লাখ ডোজ বুধবার থিম্পু পৌঁছছে। ভুটানকে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তাদের তৈরি ভ্যাকসিন উপহার দিল। এদিকে, আজই বাংলাদেশ ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। এদিন দুপুরেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেছে কোভিশিল্ড টিকা।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা যৌথ ভাবে তৈরি হয়েছে করোনার টিকা ‘কোভিশিল্ড’। এটির উৎপাদন করছে পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দেশজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।


