Thursday, November 13, 2025
দেশ

বিজেপিকে রুখতে অসমে একজোট হল কংগ্রেস, AIUDF, বাম সহ ৬টি দল

দিসপুর: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অসমের বর্তমান শাসকদল বিজেপিকে রুখতে বিধানসভা ভোটে (Assam assembly election 2021) একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিল কংগ্রেস, এআইইউডিএফ, বাম সহ ৬টি প্রধান বিরোধী দল। এদিকে, এই জোটকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবির এই জোটকে অসাধুদের জোট বলে ব্যাখা দিয়েছে।

এদিন ৬ বিরোধী দল একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে। এদিনের বৈঠকে জোটের কথা ঘোষণা করে তারা। জোটের দলগুলি হল- কংগ্রেস, বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল ও নবগঠিত আঞ্চলিক গণমোর্চা।

এদিন বৈঠকে কংগ্রেসের দুই সর্বভারতীয় অবজারভার ভূপেশ বাগেল ও মুকুল ওয়াসনিক উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রান্ত জিতেন্দ্র সিং বলেন, অসমের সংস্কৃতি ও সত্ত্বাকে বিজেপির বিভাজনকারী রাজনীতির থেকে বাঁচানোর জন্যই আমরা একজোট হয়েছি।

উল্লেখ্য, এই প্রথমবার একসঙ্গে জোট করল কংগ্রেস এবং আজমলের এআইইউডিএফ। এআইইউডিএফ-য়ের ভোটব্যাঙ্ক হল মুসলমান সম্প্রদায়ের ভোট।

প্রসঙ্গত, এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতবার প্রথমবারের জন্য অসমে ক্ষমতা আসে বিজেপি। টানা দ্বিতীয়বার রাজ্যে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।