Friday, April 26, 2024
দেশ

হাতিকে নিজে হাতে খাওয়ালেন মোদী, দেখুন ভিডিওতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৫০ বছরে পা রাখলো ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের টাইগার প্রজেক্ট। এই উপলক্ষে কর্ণাটকের বান্দিপোর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে গেলেন মোদী। সেখানে কুনকি হাতি বাহিনীর থেপ্পাকাডু প্রশিক্ষণ শিবিরে যান প্রধানমন্ত্রী। কিছুটা সময় থাকেন সেখানে। ক্যাম্পের একটি হাতিকে খাওয়াতেও দেখা যায় মোদীকে।

দেখুন সেই ভিডিও-


এদিন জঙ্গলে প্রায় ২০ কিলোমিটার সাফারি করেন নমো। ঘুরে দেখেন বাঘেদের বাসস্থান, জলের জায়গা, হাতিদের ক্যাম্প। কথা বলেন বন সংরক্ষণের সঙ্গে জড়িত বনকর্মী ও সেলফ হেল্প গ্রুপের সদস্যদের সঙ্গে।

বান্দিপোর থেকে মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পে যান মোদী। অস্কারজয়ী ডকুমেন্টারি ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ এর শুটিং হয়েছে এখানেই। এই ডকুমেন্টারিতে দেখানো অনাথ হাতির প্রতিপালক রঘুর সঙ্গে দেখাও করেন। দেখা করেন বোমান এবং বেলির সঙ্গে। এই দম্পতিই অনাথ হাতি শাবক জাম্বোকে লালনপালন করেন।