Saturday, July 27, 2024
দেশ

৩১ অক্টোবর বিশ্বের উচ্চতম মূর্তিটির উন্মোচন করবেন মোদী

আমেদাবাদ: আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তিটি উন্মোচন করবেন। সোমবার ঘোষণা করলেন গুজরাটের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি। একতার বার্তাবাহী প্যাটেলের এই মূর্তিটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হতে চলেছে বলে খবর। নর্মদা নদীর কাছাকাছি সর্দার সরোবর বাঁধের কাছে স্থাপিত হচ্ছে এই বিশাল মূর্তিটি। মূর্তিটি বানাতে মোট ব্যয় হয়েছে ২৩৮৯ কোটি টাকা।

এই সুবিশাল শিল্পের নৈপুণ্যের পিছনে কারিগর হিসাবে রয়েছেন রাম ভি সুতার। পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত ৯২ বছর বয়সী এই কারিগর তৈরি করেছেন এই মূর্তিটি। এর আগেও বহু মূর্তি তৈরি করেছেন তিনি। সংসদ ভবনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিটিও তাঁরই তৈরি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী ৩১ অক্টোবর। সেদিনই মূর্তিটি উদ্বোধন করা হবে।

১৮২ মিটার উচ্চতার এই মূর্তি তৈরি করে একতা এবং সততার চিহ্ন রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৩ সালে তিনি  গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এই মূর্তি গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। ৪ বছর ধরে সেই মূর্তি তৈরি করা হয়েছে গুজরাট সরকারের তত্ত্বাবধানেই। এই প্রসঙ্গে বিজয় রূপানি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা লোহা, মাটি এবং জল সংগ্রহ করেছে এই মূর্তি নির্মানের জন্য। ঐক্যের মূর্তি তৈরি করতেই এই কাজে হাত লাগানো হয়েছে বলে তিনি দাবি করেন।

বিজয় রূপানির দাবি, কংগ্রেস সর্দার বল্লভভাই প্যাটেলকে কোনওদিনই সঠিক মর্যাদা দেয়নি কংগ্রেস। অথচ, বরাবরই রাজনৈতিক বৈষম্য়ের বিরোধী ছিলেন প্যাটেল। তাঁর কাজ গোটা দেশে ছড়িয়ে দিতেই এই ঐক্যের মূর্তি নির্মাণ করা হয়েছে।