মোদীকে উলুধ্বনি, শঙ্খ, ডঙ্কা-কাঁসা বাজিয়ে স্বাগত জানাতে প্রস্তুত ওড়াকান্দির ঠাকুর বাড়ি
গোপালগঞ্জ: আগামী ২৬ শে মার্চ দু’ দিনের বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ মতুয়া ধর্মের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি (Orakandi) যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়াকান্দিতে মোদীর আগমনের খবরে মতুয়া সম্প্রদায়দের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মোদী গেলে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে তাঁকে স্বাগত জানানোর সব আয়োজনই সম্পন্ন করা হচ্ছে ঠাকুরবাড়ির তরফে।
মোদীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রস্তুত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি। জরুরি ভিত্তিতে ৪টি হেলিপ্যাড, ঠাকুর বাড়ির অভ্যান্তরে ৫০০ মিটার এইচবিবি সড়ক, ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া থেকে ঠাকুর বাড়ি পযর্ন্ত ৮ কিলোমিটারের বেশি সড়ক সংস্কার করা হচ্ছে। এ ছাড়া তিলছড়া রাহুথর সড়ক থেকে ঠাকুর বাড়ি প্রবেশের জন্য ৬০০ মিটার পাকা সড়ক পাকা সড়ক সংস্কার করা হচ্ছে। জেলা ও থানা পুলিশের পক্ষ থেকে ঠাকুর বাড়ি ও আশের পাশের এলাকা সিসি ক্যামেররা আওতায় আনা হচ্ছে। বাড়িঘরে চলছে রঙ-চুনকামসহ অন্যান্য সংস্কারকাজ। হরিচাঁদ ঠাকুরের ভক্তরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঠাকুরবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। নিরবচ্ছিন্নভাবে কাজ করায় সংস্কারকাজ প্রায় শেষের দিকে।
জানা গিয়েছে, ২৭ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে (ভারতীয় সময় ১০ টা ২০ মিনিট) টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ ও গাছের চারা রোপণ করবেন। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে (ভারতীয় সময় ১১টা ৫ মিনিট) যাবেন ওড়াকান্দিতে।
ওড়াকান্দি শ্রীধাম হারিচাদঁ ঠাকুরের বাড়িতে হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দির, কামনা সাগর এবং দুধ সাগর দিঘি পরির্দশন করতে পারেন মোদী । এ ছাড়া হরিচাঁদ ঠাকুরের বংশধর উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু ও তাঁর পরিবারের লোকজনের সাথে মত বিনিময় শেষে মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময়ও করতে পারেন প্রধানমন্ত্রী।
যদিও বাংলাদেশের প্রশাসন প্রথমে জানিয়েছিল, নরেন্দ্র মোদীর মতো গুরুত্বপূর্ণ অতিথির সফরের উপযোগী পরিকাঠামো নেই। তাই মোদীর সফরসূচি থেকে ওড়াকান্দিকে বাদ রাখা হোক। তবে শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রকের জোরাজুরিতে মোদীর ওড়াকান্দি সফর চূড়ান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মুখে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ওড়াকান্দি সফর মতুয়া ভোট টানতে ‘মাস্টারস্ট্রোক’ হবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
প্রসঙ্গত, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ সালের ১১ই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওঢ়াকাঁন্দির পার্শ্ববর্তী সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতুয়াবাদ। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রেয়দশী তিথিতে ঠাকুর বাড়িতে মহাবারুনি স্নান ও মেলা হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁর ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

